03 May 2018

রাজস্থানে ধূলিঝড়ে নিহত ২৪


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থানে উচ্চগতির ধূলিঝড়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছেএ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষবুধবার রাতে বিভীষিকার মতো ভারতপুর, আলওয়ার এবং ধোলপুর ডিস্ট্রিক্টের ওপর দিয়ে বয়ে যায় এই ঝড়ওইসব অঞ্চলে ধ্বংসের ছাপ রেখে যায় এই ঝড়।  শতশত গাছপালা আর বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছেখবর হিন্দুস্তান টাইমস

প্রাথমিকভাবে জানা যায়, শতাধিক বৃক্ষকে মূল থেকে উপড়ে ফেলেছে ধূলিঝরঅনেকগুলো গাছ পড়ে আছে কোনো গাড়ি বা রাস্তায় দাঁড়ানো চলমান মুটির দোকানের ওপরবৈদ্যুতিক তারও ছিঁড়ে নিয়েছে গাছগুলোবিপদ এড়াতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা হয়েছে

দেশটির পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, এক হাজারের বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছেপুরো শহর এখন অন্ধকারেবিদ্যুৎ সংযোগে কমপক্ষে আরো দুই দিন সময় লাগবে


শেয়ার করুন

0 facebook: