11 May 2018

আফগানিস্তানে হামলায় নিহত ৩১ পুলিশ সদস্য

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের পৃথক ঘাঁটিতে তালেবানদের হামলায় অন্তত ৩১ পুলিশ সদস্য নিহত হয়েছেনবৃহস্পতিবার বালাবুলুক জেলা ও ফারাহ প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা জানানখবর দি গ্লোব অ্যান্ড মেইল

কর্মকর্তাদের দাবি পার্শ্ববর্তী ইরানে নিষিদ্ধ মাদক আফিম রফতানির বিরুদ্ধে অভিযান জোরালো করার পর এই হামলার মুখে পড়েছে পুলিশফারাহ প্রাদেশিক কাউন্সিলের ফরিদ বাখতাওয়ার স্থানীয় সংবাদমাধ্যমে জানান, বৃহস্পতিবার বালাবুলুক জেলায় একটি পুলিশ ঘাঁটিতে তালেবান যোদ্ধারা আক্রমণ করলে সারারাত সেখানে গুলিবিনিময় হয়সকালে সেখানে ২৩ পুলিশের লাশ ও তিনজনকে আহত অবস্থায় পাওয়া যায়

অন্যদিকে ফারাহ শহরে আরেকটি হামলায় তালেবানরা ১১ পুলিশ সদস্যকে হত্যা করে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের দখল নেয়

গত কয়েক দিনে রাজধানী কাবুলসহ বিভিন্ন স্থানে সহিংসতা বেড়ে যাওয়ায় পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকার বেশ চাপের মুখে পড়েছেগত সপ্তাহে তালেবান যোদ্ধারা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের একটি জেলা দখল করে নিয়েছে তারা

ফারাহ প্রদেশের পশ্চিমে ইরান আর দক্ষিণে তালেবানদের মূল ভূখণ্ড হেলমান্দ প্রদেশহেলমান্দে ৎপাদিত আফিমের বড় অংশ এই রুট ধরেই ইরানে পাচার করে থাকে তালেবানরাগত কয়েক মাস ধরেই প্রদেশটিতে আফিমবিরোধী অভিযান জোরালো করেপাল্টা জবাব হিসেবেও তালেবানদের হামলা জোরালো হয়েছেরয়টার্স বলছে বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে কার্যত ব্যর্থ হয়েছে সেখানকার সরকার


শেয়ার করুন

0 facebook: