11 May 2018

৭ লাশ উদ্ধার, মৃত্যুর কারণ অনিশ্চিত!


আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন প্রদেশের অসমিংটন শহর থেকে সাতটি লাশ উদ্ধার করেছে পুলিশতাদের মৃত্যুর কারণ নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

স্থানীয় সময় শুক্রবার সকালে ওই লাশগুলো উদ্ধার করা হয়এলাকাটি পার্থ শহর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে চার শিশু ও তিন প্রাপ্তবয়স্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, শুক্রবার সকালে অসমিংটন শহরে মৃতদেহগুলো উদ্ধার করা হয়এ সময় দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছেতবে সেখানে খুন না আত্মহত্যার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ


অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের পুলিশ কমিশনার ক্রিস ডসন বলেন, ‘ভোরে মোবাইলে একজন বিষয়টি জানানপরে ভোর সোয়া পাঁচটায়  ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করিপ্রথমে একটি দালানের বাইরে থেকে দুজনের লাশ উদ্ধার করিপরে দালানের ভেতর থেকে আরও পাঁচটি লাশ পাইধারণা করা হচ্ছে, নিহতরা ওই বাড়িতেই থাকতেনডসন আরও বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিকএ নিয়ে বিস্তারিত আলোচনায় আমি আর কিছুই বলতে পারব নাএ ঘটনায় আরও বিশদ আকারে তদন্ত শুরু করবে পুলিশএ ছাড়া নিহতের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হবে


শেয়ার করুন

0 facebook: