24 May 2018

হারিয়ে যাওয়া হজ্জযাত্রীদের খুঁজতে নতুন উপায়


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে হজ্জ ও উমরাহ পালনের সময় নানা সমস্যায় পড়েন তীর্থযাত্রীরাসমস্যাগুলোর ওপরের দিকে রয়েছে সম্পূর্ণ অচেনা এই স্থানে পথ হারিয়ে ফেলাআর এ সমস্যায় মূলত পড়েন বিদেশিরাইএ সমস্যা সমাধানে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকারশিশু, বৃদ্ধ ও আরবি বলতে পারেন না এমন হজযাত্রীদের জন্য এক ধরনের ব্যাজ তৈরি করা হয়েছে।  

সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, ওই ব্যাজে মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের বিভিন্ন স্থানের তথ্য ও প্রতীক দেওয়া থাকবেওই তথ্য দেখে পথ চিনে নিতে পারবেন হজযাত্রীরা

এ বিষয়ে সৌদির সোশ্যাল সার্ভিসের কর্মকর্তা মিসফির বিন আমির আসিরি জানান, শিশুসহ তাদের পরিবার ও আরবি জানেন না এমন ব্যক্তিদের বিশেষ ওই ব্যাজ দেওয়া হবেওই ব্যাচের প্রতীক থেকে হজ ও উমরাহের সময় সাহায্যকারীরা পথ বাৎলে দিতে পারবেন।   


শেয়ার করুন

0 facebook: