24 May 2018

৩ মামলায় খালেদার জামিনের বিষয়ে আদেশ রোববার


স্বদেশবার্তা ডেস্কঃ কুমিল্লায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি এবং নড়াইলে মানহানির একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আগামী রোববার শুনানি গ্রহণ শেষে আদেশ দেবেন আদালতআজ বৃহস্পতিবার হাইকোর্টে এ কে এম আসাদুজ্জামান ও  জ়ে বি এম হাসানের সমন্বিত বেঞ্চ এ দিন ধার্য করেন

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।  এর আগে গত রোববার হাইকোর্টে খালেদ জিয়ার বিরুদ্ধে করা ওই তিন মামলার জামিন আবেদন করা হয়

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ

তবে তার কারামুক্তির জন্য আরও ছয়টি মামলায় জামিন নিতে হবেপাশাপাশি চারটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহারের প্রয়োজন রয়েছে

সে অনুযায়ী খালেদা জিয়ার আইনজীবীরা গত বৃহস্পতিবার ঢাকার পৃথক আাদালতে দুটি মানহানির মামলায় জামিনের আবেদন জানানএ ছাড়া চারটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানানআদালত শুধু নাইকো মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহার করেনবাকিগুলো পরে আদেশ দেওয়া হবে উল্লেখ করে দিন ধার্য করেন আদালত

কুমিল্লায় দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে দুটি মামলায় জামিন আবেদন জানালে আদালত আগামী ৭ জুন শুনানির দিন ধার্য করেনএ ছাড়া নড়াইলে মানহানির অভিযোগে করা মামলায় ম্যাজিস্ট্রেট আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন


শেয়ার করুন

0 facebook: