24 May 2018

মধ্যরাতে খোলা আকাশের নীচে গণধর্ষণ


আন্তর্জাতিক ডেস্কঃ সপাতালে ভর্তি বোনপোকে দেখে মাঝরাতে বাড়ি ফিরছিলেনস্টেশনে ট্রেনের অপেক্ষা করার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন রেল লাইনের ধারেকিন্তু, সেখানেই  গণধর্ষণের শিকার হলেন এক মহিলাবুধবার মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনের এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে আরপিএফ

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বোনের ছেলেকে দেখে বাড়ি ফিরছিলেন বাসন্তীর বাসিন্দা এক মহিলারাত ১টার সময় তিনি ট্রেন ধরার জন্য পার্ক সার্কাস স্টেশনে অপেক্ষা করছিলেনসেই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্ক সার্কাস এবং স্যার গুরুদাস হল্ট স্টেশনের মাঝে রেল লাইনের দিকে যানঅভিযোগ, সেখান থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে খোলা আকাশের নীচে গণধর্ষণ করে তিন ব্যক্তিমহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করেনঘটনার পর ওই মহিলা শিয়ালদহ জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন

অভিযোগ পেয়ে তদন্তে নামে রেল পুলিশইতিমধ্যেই তিন জন গ্রেফতার হয়েছেআর কেউ এই ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছেশিয়ালদহের রেল পুলিশ সুপার (এসআরপি) অশেষ বিশ্বাস বলেন, “ওই মহিলা গণধর্ষণের অভিযোগ দায়ের করেনতদন্ত নেমে রেল পুলিশ বাপি মণ্ডল, সঞ্জীব সিংহ এবং ইন্দ্রজিৎ পাত্রকে গ্রেফতার করেছে পুলিশের যদিও দাবি, তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছে, ওই মহিলা তাঁর এক পরিচিত ব্যক্তির সঙ্গেই ওই এলাকায় গিয়েছিলেনআপত্তিকর অবস্থায় তাদের দেখতে পান এলাকার বাসিন্দারাওই মহিলা, তাঁর পরিচিত ব্যক্তির সঙ্গে ঘটনাস্থলে ওই তিন অভিযুক্তও ছিল

পরিচিত ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে গেলেও, ধরা পড়ে যায় বাকিরাস্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেনযদিও মহিলার পাল্টা দাবি, ধৃতদের কাউকে চিনতেন না তিনি স্থানীয়েরা প্রশ্ন তুলছেন, রাত ১টার সময় পার্ক সার্কাস স্টেশনে কী করছিলেন ওই মহিলা? বাসন্তী যেতে গেলে ক্যানিং লোকাল ধরতে হয়কিন্তু অত রাতে তো আর বাসন্তী যাওয়ার জন্য কোনও ট্রেন পাওয়া যায় নাশেষ ট্রেন বেরিয়ে যায় সাড়ে ১১টার কিছু পরেইপ্রথম ট্রেন আবার ভোর সাড়ে তিনটে নাগাদনির্যাতিতার দাবি, রাতের শেষ ট্রেন না পাওয়ায় তিনি প্ল্যাটফর্মে অপেক্ষা করচিলেন

সেই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেনযদিও নিগৃহীতার বয়ানের ভিত্তিতেই পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করে ইতিমধ্যেই মহিলার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছেবাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে


শেয়ার করুন

0 facebook: