28 May 2018

পাকিস্তানে অমুসলিম ভোটারের সংখ্যা বৃদ্ধি

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ বিপুল পরিমাণে অমুসলিম ভোটারের সংখ্যা বৃদ্ধি পেল পাকিস্তানেপরিসংখ্যান অনুসারে গত পাঁচ বছরের নিরিখে সেই সংখ্যাটা প্রায় শতকরা ৩০ ভাগএমনই তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি দৈনিক দ্যা ডন

সেই প্রতিবেদন অনুসারে, এই মুহূর্তে পাকিস্তানে মোট অমুসলিম ভোটারের সংখ্যা ৩.৬৩ মিলিয়ন২০১৩ সালের নির্বাচনের আগে সেই সংখ্যাটা ছিল ২.৭৭ মিলিয়নঅর্থাৎ এই পাঁচ বছরে ওই দেশে ০.৮৬০ মিলিয়ন ভোটার বৃদ্ধি পেয়েছে

হিন্দুর পরেই পাকিস্তানে সংখ্যালঘু তালিকায় রয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরাহিন্দুদের মতো এরাও পঞ্জাব এবং সিন্ধ প্রদেশেই সীমাবদ্ধ২০১৩ সালের হিসেব অনুসারে পাকিস্তানে মোট ১.৬৪ মিলিয়ন খ্রিষ্টানের বাসযাদের মধ্যে পাকিস্তানের পাঞ্জাবেই থাকে এক মিলিয়ন মানুষবাকিরা সিন্ধ প্রদেশের বাসিন্দা

সংখ্যালঘু তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আহমেদি সম্প্রদায়অমুসলিম বলে পরিচিত হলেও এই সম্প্রদায় ইসলামেরই একটি অংশ২০১৩ সালে পাকিস্তানে এক লক্ষ ১৫ হাজার ৯৬৬ জন আহমেদি ভোটার ছিলপাঁচ বছরে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ৬৭ হাজার ৫০৫সিন্ধ এবং ইসলামাবাদে এই সম্প্রদায়ের মানুষ বসবাস করেন


শেষ পাঁচ বছরে পাকিস্তানে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বৌদ্ধ এবং পারসি ভোটারের সংখ্যা২০১৩ সালে ওই দেশে যথাক্রমে তিন হাজার ৬৫০ জন এবং এক হাজার ৪৫২ জন বৌদ্ধ এবং পারসি ভোটার ছিল২০১৮ সালে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে চার হাজার ২৩৫ এবং এক হাজার ৮৮৫ জনসিন্ধ, পঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া এলাকায় এদের আধিক্য দেখা যায়


শেয়ার করুন

0 facebook: