আন্তর্জাতিক
ডেস্কঃ তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির
সদস্যদের ওপর সন্ত্রাসী হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
বৃহস্পতিবার
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফার সুরুক জেলায় এ ঘটনা ঘটে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী আহমেত দেমিরসান
বলেন, আসন্ন
নির্বাচনকে সামনে রেখে সানলিউরফার সুরুক জেলায় প্রচারণা চালানোর সময় এ হামলায় সরকারি
দলে এমপি ইব্রাহিম হালিল ইলদিজ আহত হন এ হামলায়।
হামলায়
ইব্রাহিম হালিল রক্ষা পেলেও তার ভাই আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে
তিনি মৃত্যুবরণ করেন।
তুর্কি
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, আইনশৃংখলা বাহিনী ও বিচার বিভাগ যেভাবেই
হোক এ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
তবে দেশটির
প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ ঘটনার জন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে এবং
এইডিপিকে দায়ী করেন।
উল্লেখ্য
আগামী ২৪ জুন আগাম নির্বাচনের জন্য গত এপ্রিলে দেশটির সংসদে একটি বিল পাস হয়। আসন্ন
এ নির্বাচনের মধ্যে দিয়ে দেশটি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার অধীনে যুক্ত হবে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরস্ক
0 facebook: