15 June 2018

দুবাইয়ে ভারতীয় উগ্রহিন্দু রাঁধুনির বিদ্বেষমূলক মন্তব্য ‘হিন্দুরা ইসলামি অত্যাচারের শিকার’



নিজস্ব প্রতিবেদকঃ ভারতীয় বংশোদ্ভূত হিন্দু রাঁধুনির ইসলামবিদ্বেষীমন্তব্যে কারনে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে দুবাইয়ের একটি হোটেল। জনপ্রিয় ওই রাঁধুনির নাম অতুন কোচর।

৪৮ বছর বয়সী অতুল মিশোলিন স্টার প্রাপক দ্বিতীয় ভারতীয় পাচক। গোটা বিশ্বের রেস্তোরাঁ ও রাঁধুনিদের মান অনুসারে স্বীকৃতি দেয় মিশোলিন স্টার। দুবাইয়ের জে ডাবলু মেরিয়ট মারক্কিস হোটেলের রং মহলের রেস্তোরাঁয় কর্মরত ছিলেন অতুল।

মার্কিন টিভি শোয়ে কোয়ান্টিকোয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার ভূমিকার সমালোচনা করে সে। ওই ধারাবাহিকের একটি পর্বে ভারতীয় উগ্রপন্থীদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছিল।

এই ঘটনার প্রতিবাদে টুইটারে অতুল লিখেছিল, ‘২০০০ বছরের বেশি সময় ধরে ইসলামি আতঙ্কের শিকার হচ্ছে হিন্দুরা। সেই হিন্দুদের আবেগের আপনি (প্রিয়ঙ্কা) অনাদর করলেন দেখে খুব কষ্ট হচ্ছে।যদিও মুসলমানদের তোপের মুখে পড়ে টুইটটি মুছে দিয়ে বদলে লেখে, ‘রবিবার আবেগপ্রবণ হয়ে একটা বড় ভুল করে ফেলেছি।কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অতুলের টুইট। তাঁর মন্তব্য ইসলামবিরোধীবলে দাবি করে তাঁকে অপসারণের দাবি তোলেন অনেকে। আর এরই ধারাবাহিকতায় তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে দুবাইয়ের সেই হোটেল।


শেয়ার করুন

0 facebook: