![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির নামে কঠোর অভিযানে সীমান্তে আটক হয়েছে অগণিত নারী-পুরুষ। গত ছয় সপ্তাহ ধরে চলমান এই অভিযানে আটক মায়েদের কাছ থেকে এক হাজার ৯৯৫ জন শিশু আলাদা হয়ে পড়েছে।
সম্প্রতি মেক্সিকোর অবৈধ অভিবাসন প্রত্যাশীদের শরণার্থী শিবিরে কতজন শরণার্থী আশ্রয় নিতে পারবেন, তার ওপর কড়াকড়ি শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়ম অনুসারে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের মধ্যে অনেক শিশুকেই শরণার্থী শিবিরে রেখে দেওয়া হচ্ছে এবং তাদের মায়েদের পাঠিয়ে দেওয়া হচ্ছে মেক্সিকো সীমান্তের ওপারে।
টেক্সাসে সেন্ট্রাল আমেরিকান অ্যাসাইলামে গত ১২ জুন মা–সন্তান বিচ্ছেদের সময় কাঁদতে শুরু করে একটি শিশু। সেই ছবি ক্যামেরাবন্দি করেন এক সাংবাদিক। হন্ডুরাস থেকে আসা দুই বছরের মেয়েটির ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তারপর থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পূর্বে যেসব লোক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতো এবং অপরাধের কোনো রেকর্ড ছিল না তাদেরকে আইনের আওতায় অপরাধী সাব্যস্ত না করে শুধুই অস্থায়ীভাবে আটক করা হতো কিংবা বিতাড়িত করার সুপারিশ করা হতো। মা ও শিশুরা সাধারণত একসঙ্গেই থাকতো। তবে ট্রাম্প প্রশাসন সব ধরনের অবৈধ অভিবাসন প্রত্যাশীর বিরুদ্ধে আইনগত ‘জিরো টলারেন্স’ নীতির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিশুরা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: