20 June 2018

হুমকি দিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ছাড়ল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ মানবাধিকার পরিষদকে মানবাধিকার লঙ্ঘনের রক্ষক ও রাজনৈতিক পক্ষপাতিত্বের একটি উপদলউল্লেখ করে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রযুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়

গত মঙ্গলবার কমিশন ছাড়ার ঘোষণা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, “ভণ্ড ও নিজ স্বার্থে পরিচালিতএই কাউন্সিল আসলে মানবাধিকারের নামে রসিকতা করছেনিকি হ্যালি আরও বলেন, ‘কাউন্সিলের সদস্যদের দেখলেই বুঝতে পারবেন পরিষদটি মৌলিক অধিকার আদায়ের নামে কতটা আতঙ্কজনকএ সময় তিনি চীন, ভেনেজুয়েলা ও কিউবার সদস্যপদ পাওয়া নিয়ে আঙ্গুল তুলেনএছাড়া মানবাধিকার কাউন্সিল ধারাবাহিক ইসরায়েলবিদ্বেষী ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি

কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র মানবাধিকার পরিষদের সংস্কার না হলে পরিষদটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি শুরু থেকেই আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছেতবে ওয়াশিংটন আলোচনার বিষয়টি বাদ দিতে চেয়েছিলজাতিসংঘ মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠার পর প্রথম তিনবছর এ জোট থেকে দূরে ছিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের নেওয়া কঠোর অভিবাসন নীতিতে মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের আটক করার কারণে হাজার হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই মানবাধিকার পরিষদ থেকে দেশটির বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল


শেয়ার করুন

0 facebook: