29 June 2018

বোরকা যতক্ষণ থাকবে, ততক্ষণ মেয়েরা বন্দীঃ তসলিমা নাসরিন


আন্তর্জাতিক ডেস্কঃ নারীদের শরীরে যতক্ষণ বোরকা থাকবে ততক্ষণ তারা বন্দী বলে মন্তব্য করেছে ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনগতকাল রোববার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেছে সে।    

তসলিমা নাসরিন বলে, ‘সৌদি মেয়েরা গতকাল থেকে বৈধভাবে গাড়ি চালাচ্ছেরিয়াদে, জেদ্দায় উৎসব শুরু হয়ে গিয়েছে রীতিমতযারা গাড়ি চালাচ্ছে, তারা, আমি ঠিক বুঝতে পারছি না, শিখলো কোথায় গাড়ি চালানো! গাড়ি চালানো শিখতে হলে তো গাড়ি চালাতে হয়হয়তো কোনও সভ্য দেশ থেকে শিখে এসেছেটাকা পয়সা আছে, গাড়ি কিনবে, গাড়ি চালাবে, কিন্তু গাড়ি চালালেই কি নারী স্বাধীনতা অর্জিত হবে?’

গাড়ি চালিয়ে যেখানে যেখানে যেতে বলবে স্বামী, সেখানে সেখানেই তো যেতে হবেস্কুল থেকে বাচ্চাকে নিয়ে এসো, আমাকে অফিসে নিয়ে যাও, বাজার করতে যাওআগে ড্রাইভার এ কাজ করতো, এখন ঘরের বউ করবেঘরের বউ বিনে পয়সার ড্রাইভার, যাকে মাসে মাসে বেতন দিতে হবে না

তাসলিমা আরও বলেছে, ‘স্বাধীনতা পেতে হলে গাড়ি চালানোরও আগে প্রথম যে কাজটি মেয়েদের করা উচিত, সেটি হলো বোরকা খুলে ফেলে দেওয়াবোরকা যতক্ষণ শরীরে থাকবে, ততক্ষণ একটি মেয়ে বন্দিপুরুষতন্ত্রের কারাগারে বন্দিবোরকা পরে গাড়ি কেন, উড়োজাহাজ চালালেও, উড়োজাহাজই বা বলি কেন, মহাকাশযান চালালেও মেয়েরা বন্দিবোরকা কোনো কাপড় নয়, বোরকা হলো কালো কারাগারএই কারাগারের মালিক পুরুষনিজের কর্তৃত্ব নারী যতদিন নিজে না নিতে পারে, ততদিন গাড়ির যে চাবিটি তার হাতে আছে, সেটি নকল চাবি, আসল নয়আসল চাবি পুরুষের হাতে

সৌদি আরবের যুবরাজ বিন সালমানের হাত ধরে সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে রক্ষণশীল এই দেশটিকয়েক দশকের নিষেধাজ্ঞার পর গতকাল থেকে গাড়ির চালকের আসনে বসেছেন সৌদি নারীরা


শেয়ার করুন

0 facebook: