আন্তর্জাতিক ডেস্কঃ গ্রুপ পর্বে জাপানের তিনটি ম্যাচের ফলাফল সঠিকভাবে বলেছিল যে অক্টোপাসটি, গতকাল সেটিকে সেদ্ধ করে খাওয়ার জন্য অক্টোপাসটির মালিক বিক্রি করে দিলো। খবর দ্য ইনডিপেনডেন্টের।
র্যাবিও নামক এই অক্টোপাসটিকে জাপানের হোক্কাইডোর ওবিরা শহরের একজন জেলে ধরেছিল। যেদিন অক্টোপাসটি ধরা হয়েছিল সেদিনই ছিল জাপানের উদ্বোধনী খেলা। খেলাটি ছিল লাতিন আমেরিকার কলাম্বিয়ার বিপক্ষে।
খেলার আগে অক্টোপাসটিকে একটি প্লাস্টিকের পানির পুলে রাখা হয়েছিল। পুলটিতে তিনটি বক্স ছিল। একটি বক্স মানে খেলায় জিত, একটি বক্স মানে খেলায় হার আর আরেকটি বক্স মানে খেলায় ড্র। র্যাবিও ঠিকই ওইদিন খেলায় জিত হবে বলে চিহ্নিত করেছিল। এবং সবশেষ হয়েছিলও তাই।
জাপানের গ্রুপ পর্বের বাকী দুইটি ম্যাচেই র্যাবিওর ভবিষ্যৎবাণী খাপে খাপ মিলে গিয়েছিল। সেনেগালের বিপক্ষে সামুরাই ব্লুদের ড্র আর পোল্যান্ডকে হারানো সবই ঘটেছিল অক্টোপাস র্যাবিওর ভবিষ্যতবাণী অনুসারে। জাপান শেষ ষোলোতে উঠেছিল গ্রুপ এইচের রানার্স আপ হয়ে।
যাই হোক, নক আউট রাউন্ডের জাপানের গতকালের খেলার আগেই রুবিওকে সেদ্ধ করে বেঁচে দিয়েছে রুবিওর মালিক কিমিও আবে। কিমিও আবে বলেছেন, রুবিও জুনিয়র নামে নতুন একটি অক্টোপাসকে দিয়ে জাপানের বিশ্বকাপের খেলাগুলোর ভবিষ্যতবাণী করা হবে। যদিও জাপান গতকাল বেলজিয়ামের বিরুদ্ধে দুর্দান্ত খেলেও হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।
যাই হোক, জাপানের খেলার ভবিষতবাণী করা সেই রুবিও নামের অক্টোপাসটি যে কার পেটে গেছে সেটা জানা যায়নি। তবে রুবিও-ই প্রথম অক্টোপাস নয় যে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যতবাণী করেছে। এর আগেও ২০১০ ফুটবল বিশ্বকাপে পল নামেক একটি অক্টোপাস জার্মানির সবগুলো খেলার ফলাফলের সঠিক অনুমান করেছিল।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
আন্তর্জাতিক
0 facebook: