03 July 2018

‘মৃত’ নারী জেগে উঠলো মর্গের ফ্রিজে!

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার হাসপাতাল মর্গের ফ্রিজে এক মৃতনারী জেগে ওঠার ঘটনা ঘটেছেওই নারীকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছেতবে ওই নারীর নাম জানা যায়নিখবর বিবিসি ও খালিজ টাইমসের

বিবিসি জানায়, ২৪ জুন সড়ক দুর্ঘটনার শিকার ওই নারীকে প্যারামেডিকসরা মৃত ঘোষণা করেনপরে তাকে গাওটেং প্রদেশের একটি মর্গে নেয়া হয় কিন্তু মর্গের একজন কর্মী ফ্রিজে রাখা ওই নারীর মরদেহের খোঁজ নিতে গিয়ে দেখেন, তিনি শ্বাস নিচ্ছেনপরে ফরেনসিক কর্মকর্তাদের নির্দেশে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয় অ্যাম্বুলেন্স কোম্পানি ডিস্ট্রেস অ্যালার্টের অপারেশন ম্যানেজার গেরিট ব্র্যান্ডনিক বলেন, আমরা ঠিকঠাক মতোই আমাদের কাজ করেছি- আমাদের কোনও ধারণা নেই ঘটনাটি কীভাবে ঘটলো

তিনি দুঃখপ্রকাশ করে বলেন, আমাদের কোম্পানির কর্মচারী খুবই মর্মাহতআমরা জীবিত মানুষকে মৃত করার জন্য এই ব্যবসায় নামিনি বরং আমাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচিয়ে তোলা

তিনি আরও জানান, পালস, হার্টবিট সব পরীক্ষা করেই আমরা এই নারীকে মৃত ঘোষণা করেছিলাম অ্যাম্বুলেন্স সেবাদানকারী এ সংস্থাটি ঘটনাটির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে

তবে দক্ষিণ আফ্রিকায় এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়সাত বছর আগে ৫০ বছর বয়সী এক ব্যক্তি ইস্টার্ন কেপ মর্গে চিৎকার করে ওঠেন ২০১৬ সালেও কজুলু নাতালে সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়কিন্তু পরের দিন দেখা যায় তিনি শ্বাস নিচ্ছেনযদিও এর পাঁচ ঘণ্টা পর তিনি মারা যান


শেয়ার করুন

0 facebook: