15 July 2018

ধর্ষণের পর মন্দিরের ভিতর ধর্ষিতাকে পুড়িয়ে হত্যা


আন্তর্জাতিক ডেস্কঃ দুই সন্তানের মাকে ধর্ষণ করে মন্দিরের ভিতর নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হল৷ ৫ অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই ঘটনার পিছনে রয়েছে বলে জানা গেছে৷ শনিবার রাতে এমন নৃশংস ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সম্বলে

সেই নারীর স্বামী জানিয়েছেন, অভিযুক্ত ৫ ব্যক্তি এক এক করে বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করে৷ তারপর বেরিয়ে যায়৷ পরে ফের ফিরে আসে তারা তার স্ত্রীকে জোর করে টেনে নিয়ে যায় গ্রামেরই এক মন্দিরে৷ সেখানে যজ্ঞশালায় তাকে পুড়িয়ে মারা হয়৷

পুলিশ পরে ঘটনাস্থলে আসে৷ সেই পরিবারকে এফআইআর দায়ের করতে বলা হয়৷ আশ্বাস দেওয়া হয় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷


পুলিশ জানিয়েছে, সেই পরিবার এফআইআর করলেই পুলিশ ব্যবস্থা নেবে৷ অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে৷ পরবর্তী তদন্ত ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে করা হবে বলে জানিয়েছে পুলিশ৷


শেয়ার করুন

0 facebook: