30 August 2018

সমঝোতা না হলে বাণিজ্য যুদ্ধ চলবেঃ চীন


আন্তর্জাতিক ডেস্কঃ চীনের বাণিজ্য মন্ত্রী বলেছেন, কেবল ন্যায়সঙ্গত আলোচনায়ই পারে আমেরিকা-চীন বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতেসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আজ এসব কথা বলেনখবর রয়টার্সের

তিনি আরও বলেন, চীন কারো কাছে নতি স্বীকার করবে নাকাউকে একবিন্দু ছাড় দিতেও রাজি নাআমরা আমাদের দেশের নাগরিকদের স্বার্থের জন্য সবকিছু করতে পারি

তবে তিনি বলেন, আমেরিকা যদি আমাদের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় করে, অন্যায্য কর বাতিল করে, দুই দেশের মধ্যে সমান সুবিধা অনুযায়ী কর চুক্তি করে কেবল তখনই বাণিজ্য যুদ্ধের অবসান ঘটতে পারে

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে চীন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ চলছেকেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে নাবিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শিগগিরই এ বাণিজ্য যুদ্ধের অবসান ঘটছে না


শেয়ার করুন

0 facebook: