স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকার মিরপুরের রাইনখোলায় ঈগল পরিবহন নামে একটি বাসের চাপায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার নিহত হয়েছেন। রোববার (২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। উত্তম কুমার ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানায় দায়িত্বরত ছিলেন।
শাহআলী থানার এসআই শিউলী বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, উত্তম কুমার বাইক চালাচ্ছিলেন। এ সময় ঈগল পরিবহনের বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাস ও চালককে আটক করেছে পুলিশ।
খবর বিভাগঃ
ঢাকা বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: