আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের একটি আদালত দেশটির নিষিদ্ধ রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ৭৫ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।
সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ২০১৩ সালে রাজধানী কায়রোতে নিরাপত্তা সংক্রান্ত অপরাধের অভিযোগসহ সহিংসতায় উস্কানি এবং অবৈধ বিক্ষোভ সংগঠিত করার অভিযোগে শনিবার তাদের এ সাজা দেওয়া হয়। ওই সময় শতাধিক বিক্ষোভকারীর প্রাণহানির মধ্য দিয়ে বিক্ষোভের অবসান ঘটে।
এছাড়া এই মামলায় মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা এসাম এল-এরিয়ান ও মোহাম্মদ বেলতাগিকে মৃত্যুদণ্ড এবং দলটির আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।
শাওকান নামে পরিচিত দেশটির প্রখ্যাত চিত্রসাংবাদিক মাহমুদ আবু জেইদকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালে কায়রোতে হত্যাযজ্ঞের ছবি তোলার সময় তাকে প্রেপ্তার করা হয়।
তবে তার আইনজীবী বলেন, ‘শাওকান অল্প কিছুদিনের মধ্যে ছাড়া পাবেন।’
২০১৩ সালে ১৪ আগস্ট কায়রোর রাবা আল-আদাউইয়া স্কয়ারে একটি গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৮০০ মানুষকে হত্যা করে। হিউম্যান রাইটস ওয়াচ এ হত্যাকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করে।
হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুয়ায়ী, ৮৫ হাজার বিক্ষোভকারী ওই বিক্ষোভে অংশ নেয়। পরে ৪৫ দিনের দীর্ঘ এ বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে এবং তা আরও বেশি সংগঠিত হয়।
মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট এবং মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির সমর্থনকারীরা এ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কয়েক সপ্তাহ আগে দেশটির সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: