15 September 2018

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ফ্লোরেন্সে নিহত ৫


আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের প্রভাবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পাঁচজন নিহত হয়েছে। ঘূর্ণিঝড় হারিকেন থেকে এটি এখন উষ্ণমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। যার গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল বা ১১০ কিলোমিটার। এ অবস্থা আরো কয়েকদিন থাকবে বলে জানানো হয়েছে। খবর বিবিসির।

ঘূর্ণিঝড়ের কারণে সতের লাখ মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ঝড়ে উইলমিংটন এলাকায় বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে এক নারী ও তার শিশুসন্তান নিহত হয়। কর্মকর্তারা বলছেন, শিশুটির বাবাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

লেনয়ার কাউন্টিতে দুই বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। এদের একজনের মৃত্যু হয় বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ দেওয়ার সময়। পরিবারের সদস্যরা জানান, আরেকজন মারা যান ঝড়ের মধ্যে বাড়ির বাইরে কুকুরের অবস্থা জানতে গিয়ে।

এ ছাড়া হ্যামস্টেড এলাকায় এক নারী নিহত হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। জরুরি সেবাকর্মীরা তাকে উদ্ধার করতে গেলে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে সময়মতো তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

স্থানীয় সময় শুক্রবার সকালে নর্থ ক্যারোলাইনার রাইটসভিল সৈকতে হারিকেন ফ্লোরেন্স আঘাত হানে। প্রথম দিকে চার মাত্রার বলা হলেও ঘূর্ণিঝড়টি এখন ১ মাত্রার।

তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড়টি এখনো ভয়ংকর অবস্থায় রয়েছে। বিপর্যয়কর বন্যার আশঙ্কা করা হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: