21 November 2018

সোমালিয়ায় মার্কিন বিমান হামলা, ৩৭ সন্ত্রাসী নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ায় মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় ৩৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে নিহতরা আল-কায়েদার সঙ্গে যুক্ত সন্ত্রাসী সংগঠন আল-শাবাবের যোদ্ধা ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

গতকাল মঙ্গলবার ই্উএস আফ্রিকা কমান্ডের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সোমালিয়ার দেবাতসিলি এলাকার পাশে আল শাবাবকে লক্ষ্য করে দুটি বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে

মার্কিন সেনা কমান্ডের বিবৃতি অনুযায়ী, ‘বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসীগোষ্ঠী আল শাবাবের ভবিষ্যৎ হামলার পরিকল্পনা কমে যাওয়া ছাড়াও তাদের নেতৃত্বের মধ্যে ছন্নছাড়া ভাব তৈরি হবে ও এই অঞ্চলে তারা যে স্বাধীনতার আন্দোলন করছে তা স্তিমিত হয়ে যাবেওই বিমান হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন কি না সেটা আমরা খতিয়ে দেখছি

তবে আল শাবাবের পক্ষ থেকে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।  এদিকে সোমালিয়ার সরকারের তরফ থেকেও মার্কিন বিবৃতির বিষয়ে এখনও কিছু জানানো হয়নি

দেশটির সরকারকে পতন করে নিজেদের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে স্বশস্ত্র এই গোষ্ঠীটি সোমালিয়ায় হামলা চালিয়ে আসছেসাম্প্রতিক বছরগুলোতে মোগাদিসুতে ও সাধারণত বিদেশিরা থাকে এমন স্থানে একাধিকবার হামলা চালিয়েছে সংগঠনটি

গত ১১ নভেম্বর দেশটির রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা হামলায় ছয়জন হামলাকারীসহ ৫৩ জন নিহত হন।  এ ঘটনায় আহত হয়েছে আরও ১০০ জন


শেয়ার করুন

0 facebook: