![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইন রাজ্যের একটি ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ার যাওয়ার সময় ৯৩ রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।
গত মাসে মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ার পর রাখাইন অঞ্চলে শীত নামা শুরু হয়েছে। এরপর থেকে মালয়েশিয়ায় যেতে চাওয়া রোহিঙ্গাদের বহনকারী তিনটি নৌকা এখন পর্যন্ত আটক করেছে মিয়ানমার। ২০১৫ সালে মানবপাচারের অভিযোগে রাখাইনে সেনাবাহিনীর ভয়াবহ অভিযান শুরুর পর রোহিঙ্গাদের এ ধরনের বিপজ্জনক সামুদ্রিক যাত্রা বৃদ্ধি পেয়েছিল।
মিয়ানমারের দক্ষিণাঞ্চলের দাওয়েই শহরের একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচালক মোয়ে জাও লাত জানান, একটি ‘নৌকা’ সন্দেহজনক মনে করায় কর্তৃপক্ষকে জানায় জেলেরা। মিয়ানমার নৌবাহিনী রবিবার নৌকাটি থামায় এবং ৯৩ জন রোহিঙ্গাকে আটক করে। রাখাইনের প্রদেশের রাজধানী সিত্তে শহরের থাই চুং ক্যাম্প থেকে এসেছেন তারা।
দাওয়েই থেকে ৯০০ কিলোমিটার উত্তরপশ্চিম অবস্থিত থাই চুং ক্যাম্প। এখানে মিয়ানমারের বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র। যাদের অধিকাংশই রোহিঙ্গা।
মোয়ে জাও লাত বলেন, ‘আটককৃতরা বলেছেন তারা আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে এসেছেন। মালয়েশিয়ায় যাওয়ার ইচ্ছা ছিল তাদের। কর্তৃপক্ষ তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।’
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: