27 November 2018

মালয়েশিয়া যাওয়ার পথে ৯৩ রোহিঙ্গা আটক


আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইন রাজ্যের একটি ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ার যাওয়ার সময় ৯৩ রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে মিয়ানমার কর্তৃপক্ষএক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বিবিসি

গত মাসে মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ার পর রাখাইন অঞ্চলে শীত নামা শুরু হয়েছেএরপর থেকে মালয়েশিয়ায় যেতে চাওয়া রোহিঙ্গাদের বহনকারী তিনটি নৌকা এখন পর্যন্ত আটক করেছে মিয়ানমার২০১৫ সালে মানবপাচারের অভিযোগে রাখাইনে সেনাবাহিনীর ভয়াবহ অভিযান শুরুর পর রোহিঙ্গাদের এ ধরনের বিপজ্জনক সামুদ্রিক যাত্রা বৃদ্ধি পেয়েছিল

মিয়ানমারের দক্ষিণাঞ্চলের দাওয়েই শহরের একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচালক মোয়ে জাও লাত জানান, একটি নৌকাসন্দেহজনক মনে করায় কর্তৃপক্ষকে জানায় জেলেরামিয়ানমার নৌবাহিনী রবিবার নৌকাটি থামায় এবং ৯৩ জন রোহিঙ্গাকে আটক করেরাখাইনের প্রদেশের রাজধানী সিত্তে শহরের থাই চুং ক্যাম্প থেকে এসেছেন তারা

দাওয়েই থেকে ৯০০ কিলোমিটার উত্তরপশ্চিম অবস্থিত থাই চুং ক্যাম্পএখানে মিয়ানমারের বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্রযাদের অধিকাংশই রোহিঙ্গা

মোয়ে জাও লাত বলেন, ‘আটককৃতরা বলেছেন তারা আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে এসেছেনমালয়েশিয়ায় যাওয়ার ইচ্ছা ছিল তাদেরকর্তৃপক্ষ তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে


শেয়ার করুন

0 facebook: