02 January 2019

ভারতের স্কুলে ‘ইয়েস স্যারের’ বদলে বলতে হবে ‘জয় হিন্দ’


আন্তর্জাতিক ডেস্কঃ স্কুলে শিক্ষক যখন রোল কল করবেন, তখন আর ইয়েস স্যারবা ইয়েস ম্যাডামবললে চলবে নাবাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের সাড়া দিতে হবে জয় হিন্দবা জয় ভারতবলেভারতের গুজরাট রাজ্যের স্কুলের শিক্ষার্থীদের জন্য নতুন এই নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তরএই প্রক্রিয়া বাধ্যতামূলক করতে সরকারি নির্দেশিকাও গত সোমবার প্রকাশ করা হয়েছেখবর টাইমস অব ইন্ডিয়ার

নির্দেশিকায় বলা হয়েছে, ‘সার্কুলারটি সব সরকারি স্কুল, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল ও ব্যক্তিগত উদ্যোগে চলা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কঠোরভাবে মেনে চলা হয়, তা নিশ্চিত করবেন জেলার শিক্ষা কর্মকর্তারাছোট থেকেই ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা

রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র সিং চুড়াসামার বলেন, ‘আমি যখন ছাত্র ছিলাম, তখন আমার ও আমার সহপাঠীদের জয় হিন্দ বা জয় ভারত বলে হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক ছিলএই রীতি পরে বন্ধ হয়ে যায়মঙ্গলবার থেকে এই নিয়ম আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা

মন্ত্রীর দাবি, ‘একটি ছাত্র স্কুলে থাকাকালীন অন্তত ১০ হাজার বার ইয়েস স্যার বা ইয়েস ম্যাডাম বলেতার বদলে যদি সে জয় হিন্দ বা জয় ভারত বলে, তাহলে তার মধ্যে দেশপ্রেমের আবেগ জাগ্রত হবে


শেয়ার করুন

0 facebook: