![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে নতুন বিধি কার্যকর করা হয়েছে। এই বিধি মোতাবেক, দেশটির নারীরা বিবাহ বিচ্ছেদ কার্যকর হওয়ার তথ্য টেক্সট ম্যাসেজ বা এসএমএস (ক্ষুদে বার্তা)-এর মাধ্যমেই জানতে পারবেন।
রবিবার থেকে নতুন আইনটি কার্যকর হয়েছে। নতুন ওই বিধি অনুযায়ী, বিচ্ছেদের আবেদন অনুমোদন হলে আদালত এসএমএস পাঠিয়ে বিষয়টি নারীদের নিশ্চিত করবে।
এ বিষয়ে সৌদির নারী আইনজীবীরা জানান, নতুন এই বিধির ফলে সৌদি নারীদের ক্ষেত্রে হঠাৎ করে বিচ্ছেদের প্রবণতা বন্ধ হবে। এর আগে স্ত্রীদের কোনও কিছু না জানিয়েই বিয়ে ভেঙ্গে দিতে পারতেন স্বামীরা যা ‘গোপন তালাক’ নামে পরিচিত।
সৌদি আইনজীবী নাসরিন আল-গামদি জানান, নতুন এই বিধির ফলে বিচ্ছেদের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার রোধ হবে।
সূত্রঃ বিবিসি
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: