07 January 2019

এক দশক কোমায় থেকেও সন্তানের জন্ম, ধর্ষককে খুঁজছে পুলিশ

ছবিঃ সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্কঃ এক দশকের বেশি সময় ধরে কোমায় রয়েছেন তিনিঅথচ ওই অবস্থাতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েনগত ২৯ ডিসেম্বর নার্সিংহোমে কোমায় থাকা অবস্থাতেই সন্তানের জন্ম দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার এক নারীঘটনাটি অবিশ্বাসযোগ্য হলেও এটাই সত্য যে, ওই নারী এক দশকের বেশি সময় ধরে কোমায় রয়েছেনঅথচ ওই অবস্থাতেই তিনি কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন? এই ঘটনার তদন্তে নেমে পুলিসের কাছে এসেছে চাঞ্চল্যকর তথ্যকোমায় থাকা অবস্থাতেই ওই মহিলাকে কেউ ধর্ষণ করেছে বলে পুলিস মনে করছেপুলিস ধর্ষককে গ্রেপ্তার করতে তল্লাশি শুরু করেছেওই নারী যে অন্তঃসত্ত্বা তা জানতেই পারেননি নার্সিংহোমের নার্স থেকে চিকিৎসকরাগত ২৯ ডিসেম্বর যে নার্সরা ওই রোগীকে দেখভাল করছিলেন তাদেরই একজন তড়িঘড়ি প্রসব করানতিনি একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেনসদ্যোজাতও সুস্থ রয়েছে

এদিকে কোমায় থাকা নারীর সন্তানের জন্ম দেয়ার ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়বিভিন্ন নিউজ চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েফিনিক্স পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নারীর পরিবারের সদস্যরাপুলিশের মুখপাত্র টমি টমসন বলেন, যৌন অপরাধের ঘটনা হিসেবে দেখা হচ্ছেসবদিক বিবেচনা করেই গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন

প্রাদেশিক গভর্নর ডগ ডুসি বলেন, ‘এটা খুবই বেদনাদায়ক ঘটনাঘটনাটি জানার পরই পুলিশ ও গোয়েন্দাদের তদন্তের নির্দেশ দিয়েছেপাশাপাশি ওই নারীর স্বাস্থ্যের উপর বাড়তি নজর দেয়া হচ্ছেএদিকে পুলিশ ও গোয়েন্দারা ওই নার্সিংহোমটি ঘিরে রেখেছেনসেখানকার কর্মী, নার্স এবং চিকিৎসকদের ভূমিকা খতিয়ে দেয়া হচ্ছেহাসপাতালের পুরানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারাওই নারী বছর দশেক আগে পানিতে ডুবে যানএরপর থেকে কোমায় রয়েছেন তিনিতারপর থেকে ফিনিক্সের ওই হাসপাতালটিতে ভর্তি রয়েছেন

ফিনিক্স হাসিয়েন্ডা হেল্থকেয়ার ফেসিলিটি নার্সিংহোমটি চালায় একটি অমুনাফামূলক সংস্থানার্সিংহোমের কেবিনে ওই নারীর উপর কে যৌন নির্যাতন চালিয়েছিল তাকে অবশ্য শনাক্ত করা যায়নিতবে যৌন নির্যাতনের সময় ওই নারী গোঙাতে শুরু করেছিলেন বলে একটি সূত্রের দাবিকিন্তু নার্সিংহোমের কেউই বিষয়টি অনুধাবন করতে পারেননিবড়দিনের আগে পর্যন্ত নার্সিংহোমের কেউই বুঝতেও পারেননি যে, ওই নাী অন্তঃসত্ত্বাএই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি


শেয়ার করুন

0 facebook: