12 January 2019

২১ সন্তানের জন্ম দিয়ে রেকর্ড


আন্তর্জাতিক ডেস্কঃ ২১ সন্তান জন্ম দিয়ে রেকর্ড গড়লেন ব্রিটিশ দম্পতি সু এবং নোয়েল রেডফোর্ডব্রিটেনের সব থেকে বড় পরিবার হিসেবে এখন গণ্য হচ্ছে রেডফোর্ড পরিবারতার কারণ ইতিমধ্যেই ২১টি সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন এই দম্পতিসু এবং নোয়েলের এই কীর্তি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়মিশ্র প্রতিক্রিয়া জুটেছে নেটিজেনদের তরফে। 

কেউ কেউ তাদের প্রশংসা করলেও তার পাশাপাশি জুটেছে অপরাধীআখ্যাওএই দম্পতি জানিয়েছেন, ১৩ বছর বয়সেই প্রথম মাতৃত্বের স্বাদ পান সুতার স্বামী নোয়েলের বয়স তখন মাত্র ১৮এরপর ২০০৮ সালের মধ্যেই তেরোটি সন্তানের জন্ম দেন তারা! 

নোয়েল রেডফোর্ড পেশায় একজন ব্যবসায়ী। সম্পতি তাদের নিয়ে করা একটি ভিডিও ডকুমেন্টারি দেখানো হয় ব্রিটেনের টেলিভিশনেতারপরেই প্রবলভাবে আলোচনা শুরু হয় এই ব্রিটিশ দম্পতিকে ঘিরেকিছু কিছু দর্শক মাত্র ১৩ বছর বয়সেই মা হওয়ার জন্য সমালোচনাও করেন সুয়েরএতগুলো সন্তানকে কীভাবে সময় দিয়েছেন তারা, সেই নিয়েও প্রশ্ন তোলেন অনেকেইগার্ডিয়ান


শেয়ার করুন

0 facebook: