22 January 2019

সিরিয়ার নিরাপদ অঞ্চল কুর্দি গেরিলাদের জন্য নয়ঃ এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বলেছেন, সিরিয়ার সেইফ জোন বা নিরাপদ অঞ্চল কুর্দি গেরিলাদের জন্য নয়তিনি বলেছেন, তার দেশ কুর্দিদের জন্য সিরিয়াকে কখনো নিরাপদ অঞ্চলে পরিণত হতে দেবে না, যেমনটি ইরাকে হয়েছে

গতকাল (সোমবার) রাজধানী আংকারায় এক সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান এসব কথা বলেন।  তিনি বলেন, “সন্ত্রাসীদেরকে তুরস্কের সীমান্ত থেকে দূরে রাখার জন্য আমরা নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছিলামঅন্য কথায় আমরা এমন কোনো নিরাপদ অঞ্চলের কথা বলছি না যা তুরস্কের স্বার্থের বিরুদ্ধে যায়। 

আমরা এমন কোনো নিরাপদ অঞ্চল গঠন করতে দেব না যা তুরস্কের জন্য উত্তর ইরাকের মতো হয় যেখান থেকে আংকারা এখনো বাজে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে রজব তৈয়ব এরদোয়ান আরো বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা নিয়ে তুরস্কের কোনো গোপন কোনো এজেন্ডা নেইসিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরকে এর প্রকৃত মালিকের কাছেই হস্তান্তর করা হবে


শেয়ার করুন

0 facebook: