স্বদেশবার্তা ডেস্কঃ বৃষ্টির দুর্ভোগে রাজধানীবাসী। ভোরের বর্ষণে অনেক নিচু এলাকার রাস্তায় পানি জমে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন নগরবাসী। সেইসাথে ছিল গণপরিবহন সংকটের ভোগান্তি।
বসন্তের শুরুতেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া। ক্যালেন্ডারের পাতায় শীত চলে গেলেও রাজধানীতে ফিরে আসে তার আমেজ।
ঘরে থেকে বেরিয়ে থেমে থেমে চলা এই বৃষ্টিতে নাজেহাল হয়েছেন অনেকেই। বিশেষ করে অফিসযাত্রী আর শিক্ষার্থীরা ভুগেছেন সবচেয়ে বেশি। সাথে ছিল গণপরিবহন সংকট ও যানজোটের ভোগান্তি।
এছাড়া, দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। যাতে অনেক বাগানে আমের মুকুল ঝড়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও শঙ্কা করছেন কৃষকরা।
আবহওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে এমনটি হচ্ছে। এ মাসেই আরও দুই দফা এমন ঝোড়ো-হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: