মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লায়াং। ছবিঃ সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গাদের ওপর সেনা নিপীড়নের কোনো 'সুনির্দিষ্ট প্রমাণ' নেই বলে দাবি করেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লায়াং।
শুক্রবার প্রকাশিত জাপানি সংবাদমাধ্যম আশাহি শিমবুনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। মিন অং হ্লায়াং বলেন, মিয়ানমারের সেনাবাহিনীই যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, সে ধরনের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।
তিনি বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলার মাধ্যমে জাতির মর্যাদার ওপর আঘাত করা হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমার সেনাঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা করেছিল। তাদের গ্রেফতারের লক্ষ্যেই সেই সময় অভিযান চালানো হয়েছিল। তবে কোনো নিপীড়ন করা হয়নি।
২০১৭ সালে রোহিঙ্গা নিপীড়ন শুরুর পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন মিন অং হ্লায়াং। প্রসঙ্গত ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নিধন অভিযান শুরু হয়। এরপর থেকে বাংলাদেশে সব মিলিয়ে প্রায় ১১ লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: