26 February 2019

ছাগল কিনতে ৮৭ কোটি ১৮ লাখ টাকা ঋণ


স্বদেশবার্তা ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সংসদে জানিয়েছেন, প্রাণিসম্পদ অধিদফতরের অধীন বাস্তবায়নাধীন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ছাগল কিনতে এ পর্যন্ত ৮৭ কোটি ১৮ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার একাদশ সংসদের বৈঠকে হাজী মুহম্মদ সেলিমের (ঢাকা-৭) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, ১৯৯৬-৯৭ হতে চলমান ২০১৮-১৯ অর্থ বছরের জানুয়ারি মাস পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৭০ জন সুফলভোগী ঋণ গ্রহীতার মাঝে এই ঋণ বিতরণ করা হয়।  আর এর বিপরীতে আদায়কৃত ঋণের অর্থের পরিমাণ ৬৬ কোটি ৩৭ লাখ টাকা।


শেয়ার করুন

0 facebook: