স্বদেশবার্তা ডেস্কঃ মাঝারি ও ভারি বর্জ্রসহ বৃষ্টি হতে পারে আরো অন্তত ২৪ ঘন্টা। আবহাওয়ার পূর্ভাভাষে এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা ও অভ্যন্তরিন নৌ-বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবারও (২৮ ফেব্রুয়ারি) বৃষ্টির আশঙ্কা রয়েছে।
গতকাল মঙ্গলবার থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। আজ বুধবারও তা অব্যাহত আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী সময়ের নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। সেই লঘুচাপের সঙ্গে পুবালি বাতাসের সংযোগের কারণেই বৃষ্টি ঝরছে সারা দেশে। আজ ও আগামীকালও সেই বৃষ্টি অব্যাহত থাকবে। ঢাকাসহ দেশে মধ্যবর্তী স্থানে এই বৃষ্টি হতে পারে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: