07 March 2019

ভুয়া ছবিতে বালাকোট হামলার সফলতা প্রমাণের চেষ্টা ভারতের


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলা নিয়ে দেশটির ইউনিয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের একটি টুইট ভাইরাল হয়েছেটুইটের এক ভিডিওতে তিনি দাবি করেছেন, ভারতীয় বাহিনীর ওই হামলায় একটি স্বাধীনতাকামিদের প্রশিক্ষণ শিবির ধ্বংস হয়েছেতবে বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন চিত্র

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে বালাকোটের দুটি স্যাটেলাইট চিত্র দেখানো হয়, যার প্রথমটি বিমান হামলার আগেরঅপরটি হামলার পরের চিত্র বলে দাবি করা হয়

ভারতের ইউনিয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের টুইটে ভিডিওর প্রথম স্যাটেলাইট চিত্রটি হামলার আগে ২৩ ফেব্রুয়ারি ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়দ্বিতীয় ছবিটি ২৬ ফেব্রুয়ারি, অর্থাৎ হামলার পরে ধারণ করা বলে দাবি করা হয় যেটি ভারতীয় যুদ্ধবিমানের হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনের ছবি বলে দাবি করা হয়

তবে বিবিসির ফ্যাক্টচেক দলের অনুসন্ধানে দেখা যাচ্ছে, দ্বিতীয় ছবিটি বেশ কয়েক বছর আগে ধারণ করাভিডিওতে দেওয়া অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাহায্যে দেখা যাচ্ছে, ছবিটি নেওয়া হয়েছে "জুম আর্থ" ওয়েবসাইট থেকে।  মাইক্রোসফটের বিং ম্যাপের স্যাটেলাইট ছবির ওয়েবসাইট এটি

জুম আর্থের মাধ্যমে যে কেউ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট এলাকার ছবি খুঁজে নিতে পারেনআমরা দেখেছি যে দ্বিতীয় ছবিটি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে সার্চ করলে খুঁজে পাওয়া যায়

ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা পল নিভ বিবিসিকে বলেছেন, ওই ছবিটির সাথে বিমান হামলাকে সংযুক্ত করার সুযোগ নেইতিনি বলেন, ‘হ্যাঁ, ভবনটিতে বোমা হামলার প্রমাণ হিসেবে ছবিটি ব্যবহৃত হচ্ছে, কিন্তু ঘটনা আসলে সেটা নয়এই ছবিটি সম্ভবত বেশ কয়েক বছরের পুরনো এবং তাতে দেখা যাচ্ছে যে ভবনটির নির্মাণকাজ চলছে

ওয়েবসাইটটি বলছে, শুধুমাত্র মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছবিগুলোই (যেখানে মেঘ দেখা যাচ্ছে) প্রতিদিন আপডেট করা হয়।  বিং ম্যাপের ছবিগুলো নিয়মিত আপডেট হয় না এবং কয়েক বছরের পুরনোবিষয়টি নিয়ে নিভ নিজেও টুইট করেন

এদিকে প্রথম ছবিটি এখনো গুগল আর্থে রয়েছেপাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বালাকোটে এই মাদ্রাসাটিতে হামলার দাবি করা হয় ভারতের পক্ষ থেকে

এদিকে মার্কিন প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, 'জইশ-ই-মুহাম্মদের পরিচালিত একটি মাদ্রাসা' অক্ষত রয়েছেছবিটি ৪ মার্চ ধারণ করা বলে জানাচ্ছে প্ল্যানেট ল্যাবস

মাদ্রাসাটি জঙ্গিগোষ্ঠীটির সাথে যুক্ত কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নিতবে ছবিতে যে ভবনটি দেখা যাচ্ছে সেটিই ধ্বংস করার দাবি করেছিল ভারত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে জইশ-ই-মুহাম্মদের দাবিকৃত হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হনএর প্রতিশোধ নিতে গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ওই বিমান হামলা চালায় ভারততবে হামলার সফলতা প্রমাণের উদ্দেশ্যে তৈরি ওই ভিডিওটির সত্যতা নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে


শেয়ার করুন

0 facebook: