ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ চলতি বছর হজ্জের নিবন্ধন সম্পন্ন করতে হজ্জযাত্রীদের জরুরি ভিত্তিতে পাসপোর্ট সরবরাহের জন্য পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ্জ শাখার সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়। এতে বলা হয়, ইতিমধ্যে কিছু কিছু হজযাত্রী অভিযোগ করেছেন, পাসপোর্টের জন্য আবেদন করে যথাসময়ে তারা পাসপোর্ট পাচ্ছেন না। তাদেরকে পাসপোর্ট সংগ্রহের জন্য সাধারণ পাসপোর্ট আবদেনকারীদের মতো সময় দেয়া হচ্ছে।
হজ্জযাত্রীরা যথাসময়ে পাসপোর্ট না পেলে তাদের নিবন্ধন বিলম্বিত হবে এবং হজ্জযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে। ফলে হ্জ প্রাক নিবন্ধন সনদ নিয়ে কোনো হজ্জযাত্রী পাসপোর্টের জন্য আবেদন করলে তাকে জরুরি ভিত্তিতে পাসপোর্ট সরবরাহের জন্য সব জেলা ও আঞ্চলিক পাসপোর্ট অফিসসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
জানা গেছে, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহম্মদ আবদুল্লাহ ইতিমধ্যে ব্যক্তিগতভাবে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে পাসপোর্ট দেয়ার অনুরোধ জানিয়েছেন। চলতি বছর (২০১৯) সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ্জ পালন করবেন। তাদের মধ্যে সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার বাংলাদেশি হ্জযাত্রী হজ্জ পালন করতে যাবেন।
সরকারি ব্যবস্থাপনায় হজ্জ নিবন্ধন কার্যক্রম গত ১৪ ফেব্রুয়ারি শুরু হয়। প্রথম দফায় ৫ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হলেও নিবন্ধন কার্যক্রম শেষ না হওয়ায় আগামী ১২ মার্চ পযর্ন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধনের ক্রমিক নম্বর ২২৭৬৪ এর মধ্যকার হজ্জযাত্রীরা এবার নিবন্ধন করছেন।
হজ্জ বুলেটিনের ৬ মার্চের সর্বশেষ তথ্যানুসারে, সরকারি ৭ হাজার ১৯৮ জনের মধ্যে ৪ হাজার ৪৫৬ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্যাকেজ-১ এ ১ হাজার ৪৮৩ জন এবং প্যাকেজ-২ এ ২ হাজার ৯৭৩ জন নিবন্ধন করেছেন।
এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনের মধ্যে মাত্র ৯ হাজার ২৭৬ জন নিবন্ধন করেছেন। তবে ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট সাবমিট করেছেন ৪৪ হাজার ৮১৪ জন।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্ম ও জীবন
0 facebook: