আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৪২ জনের মৃত্যু এবং ২১ জন আহত হয়েছে। রোববার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শনিবারের ভারী বৃষ্টিপাতের ফলে প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটস্থ সেন্টানির কাছে এই বন্যা দেখা দেয়।
এদিকে, রয়টার্সের খবরে প্রকাশে, কর্মকর্তা কোরি সিমবোলোন জানান, প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক এ বন্যা দেখা দেয়।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, বন্যায় অন্তত নয়টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটি তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্যোগপূর্ণ এলাকাগুলোর পথে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে নুগরোহো বলেছেন, ‘এখন পানি কমেছে, কিন্তু বন্যার তোড়ে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস রেখে গেছে।’
তিনি জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দপ্তরগুলোতে আশ্রয় নিয়েছে।
রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: