18 April 2019

বিজেপি সাংসদকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ সংবাদ সম্মেলন চলাকালীন ভারতের নয়া দিল্লিতে বিজেপির এক মুখপাত্রকে জুতা নিক্ষেপ করেছে এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার নয়া দিল্লির বিজেপি সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

এদিকে দলের কর্মীরা জুতা নিক্ষেপকারী ব্যক্তিকে ধরে ফেললেও সঙ্গে সঙ্গে সম্মেলনে তুমুল হইচই শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, বিজেপির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করছিলেন দলের সাংসদ ও মুখপাত্র জিভিএল নরসিংহ রাও। এক সময় দেশে হিন্দুদের বদনাম করার জন্য তিনি কংগ্রেসকেই দায়ী করেন। ঠিক তখন তার সামনে একটি জুতা উড়ে আসে। তবে, সেটি তার গায়ে না লেগে মাইক্রোফোনের পাশে গিয়ে পড়ে।

হঠাৎ ওই ঘটনায় সংবাদ সম্মেলনে উপস্থিত লোকজন কিছুটা চমকে যায়। তাৎক্ষণিকভাবে জুতা নিক্ষেপকারী ওই ব্যক্তিকে ধরে ফেলে কর্মকর্তারা তাকে বাইরে নিয়ে যান। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আটক ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক বলে দাবি করেছেন।


শেয়ার করুন

0 facebook: