ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ পবিত্র শাবান মাসের চাঁদ দেখা ও শবে বরাত নিয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, যারা যেভাবে শাবান মাসের চাঁদ দেখেছেন তারা সেভাবেই পালন করুন। এবার আর আদালতের করার কিছু নেই। এটা ধর্মীয় বিষয়। এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করবো না।
আদালত বলেন, ' পবিত্র শবে বরাত নিয়ে ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এখন আর হস্তক্ষেপ করবো না। আপনারা চাইলে অন্য হাইকোর্ট বেঞ্চে যেতে পারেন।' বৃহস্পতিবার (১৮ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন।
রিটকারীদের আইনজীবী বলেন, 'ভবিষ্যতের জন্য চাঁদ দেখার পদ্ধতিগত বিষয় নিয়ে একটা আদেশ দিতে পারেন। এক্ষেত্রে চাঁদ দেখায় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনের নির্দেশ দিতে পারেন।' আদালত তখন আইনজীবীকে উদ্দেশ করে বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়, সে বিষয়গুলো সংযুক্ত করে আপনারা আদালতে একটি আবেদন করেন। আমরা বিষয়টি পরবর্তীতে শুনবো।' গত বুধবার (১৭ এপ্রিল) হাইকোর্টের এক বেঞ্চে গত ৬ এপ্রিল চাঁদ দেখা নিয়ে এক রিট আবেদনের অনুমতি চাইতে গেলে আদালত বলেছিলেন, এখন একেবারেই লাস্ট স্টেজ। এ অবস্থায় নতুন করে বিভ্রান্তির অবকাশ নেই।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্ম ও জীবন
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: