19 April 2019

'রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা করবে'


স্বদেশবার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শুক্রবার দুপুরে, রাজধানীর কারওয়ান বাজারে আম্বরশাহ জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা চাইলে চীন সর্বাত্মক সহযোগিতা করার কথা জানায়। যাতে মিয়ানমারের সঙ্গে এ সমস্যার দ্রুত সমাধান হয়। এছাড়া, চীন তাদের দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সফল হয়েছে। তাই আমাদের দেশে মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে সেটা সফল করার জন্যও চীন সহযোগিতা করার আশ্বাস দিয়েছে চীন।' সেই সঙ্গে, পুলিশের ট্রেনিং এবং ফায়ার সার্ভিসের আধুনিকায়নেও জন্য চীন সহযোগিতা করবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

এ সময়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিদেশে পুলিশের কর্মকাণ্ড ইন্টারপোলের মাধ্যমে হয়। তাই ব্যাংক অ্যাকাউন্ট জব্দের যে আদেশ আদালত দিয়েছেন তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডের ব্যাংকে থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস বুধবার এ আদেশ দিলে বৃহস্পতিবার তা প্রকাশ করা হয়। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।


শেয়ার করুন

0 facebook: