07 July 2019

সিলেটে এক মঞ্চে ২০ জনের বিবাহ


স্বদেশবার্তা ডেস্কঃ সিলেটে এক মঞ্চে ২০ জনের বিবাহ সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুর বারোটায় সিলেট জেলার কানাইঘাট উপজেলায় এ গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।

‘ইসলাহুল মুসলিমিন পরিষদ’ বাংলাদেশের উদ্যোগে ৪র্থ বারের মতো হত দরিদ্র ২০ দম্পতির যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলীর নিজ বাড়ি রাউতগ্রাম মাদানীনগরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলিম-উলামাদের উৎসব মুখর উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

ইসলাহুল মুসিলিমিনের পক্ষ থেকে যৌতুকবিহীন এ গণবিবাহ অনুষ্ঠানে দরিদ্র পরিবারের ২০ নবদম্পতির প্রত্যেককে তাদের ভরণ পোষণের জন্য ১ টি সেলাই মেশিন, ১ টি ছাগল এবং সংসার সাজানোর বিবাহ উপহার সামগ্রী এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

এসময় নবদম্পতিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা বাবুল আহমদ, কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইসলাহুল মুসলিমিনের প্রোগ্রাম সহকারী মাওলানা দিদারুল আলম তারেক, মাওলানা বদরুল আলম, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন

0 facebook: