07 July 2019

শিবগঞ্জে চার সন্তানের জননীকে গণধর্ষণ, গ্রেফতার ৬


স্বদেশবার্তা ডেস্কঃ বগুড়া শিবগঞ্জের সৈয়দপুর ইউপির ওমরসানীর মোড় নামকস্থানে স্বামী পরিত্যক্তা চার সন্তানের জননীকে পালাক্রমে ধর্ষণ করেছে একদল যুবক।

গত শুক্রবার (০৫ জুলাই) রাত সাড়ে ৯টার সময় ঘটনাটি ঘটে। শনিবার (০৬ জুলাই) ভুক্তভোগী ওই নারী শিবগঞ্জ থানায় অভিযোগ করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ যুবককে আটক করেছে।

জানা গেছে, উপজেলার সৈয়দপুর দক্ষিন দহপাড়া গ্রামের ওই মহিলা শুক্রবার রাতে সোনাতলা থেকে বাড়ী ফেরার পথে ওমরসানীর মোড় এলাকায় পৌছিলে একদল যুবক অটোভ্যান থেকে নামিয়ে তাকে জোরপুর্বক পাশ^বর্তী একটি কলাক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে ধর্ষিতার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

খবর পেয়ে পুলিশ মহিলাকে থানায় নিয়ে এসে তার দেয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত থাকায় পুর্ব সৈয়দপুর গ্রামের ফজলুল হকের ছেলে জিহাদ হোসেন (৩০) কে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, ওই ঘটনার মুল অভিযুক্ত জিহাদ হোসেন সহ ৬জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে অপর আটককৃতদের এ মুহূর্তে নাম প্রকাশ করা সম্ভব নয়। তবে ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।


শেয়ার করুন

0 facebook: