29 July 2019

গরুরা জাতে হিন্দু, তাই মৃত গরুকে পোড়াতে হবেঃ দাবি বিজেপি নেতার


আন্তর্জাতিক ডেস্ক।। গরুরা জাতে হিন্দু। তাই কোন গরু মারা গেলে সেটিকে কবর দেওয়া যাবে না। কারণ ওটা মুসলমানদের নিয়ম। হিন্দুদের সৎকারের নিয়ম মেনে মৃত গরুকে এখন থেকে পোড়াতে হবে। ভারতের উত্তর প্রদেশের বারবাঁকি পুরসভার বোর্ড মিটিংয়ে এই মন্তব্য করেছে পুরসভার চেয়ারপার্সনের স্বামী তথা বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব।

এজন্য পৃথক বৈদ্যুতিক চুল্লি তৈরি করে তারপর সাদা কাপড়ে মুড়ে গরুর শবদেহের শেষকৃত্যের দাবি জানিয়েছে রঞ্জিত। বারবাঁকি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিত এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নজর দিতে আবেদন করেছে।

সে বলেছে, নিজের এই প্রস্তাব পাস করাতে যথাসাধ্য চেষ্টা করবে সে। এবং বারবাঁকিতে গরুদের জন্য পৃথক শ্মশানঘাট তৈরির ব্যবস্থা করবে। যদিও এই ব্যাপারে রাজ্য প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


শেয়ার করুন

0 facebook: