01 August 2019

ইরানের উপর নিষেধাজ্ঞায় হঠাৎ ছাড় দিচ্ছেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক।। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তেহরানের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছেন তা শিথিল করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প। গত মে মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা ছাড় তুলে নেয় এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সসহ মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদন প্রকাশ করে।

এর ফলে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি অনুগত দেশগুলো ইরানের সঙ্গে পরমাণুকেন্দ্রিক সহযোগিতা অব্যাহত রাখতে পারবে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিষয়টি নিয়ে ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প একটি বৈঠক করেছেন এবং কর্মকর্তাদের বিরোধিতার মুখেও তার পরিকল্পনার প্রতি সমর্থন দিয়েছেন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন। নিষেধাজ্ঞা ছাড়ের বিরোধিতা করেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

এদিকে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে অবশেষে ইরানের সঙ্গে আলোচনায় বসেছে চুক্তিতে থাকা অন্য পাঁচ দেশ। চুক্তিতে থাকা পাঁচ দেশ হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া।


শেয়ার করুন

0 facebook: