জঙ্গি কন্নর ও ক্রুসিয়াস |
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং ওহইওতে হামলাকারী দুই খ্রিষ্টান জঙ্গির ছবি প্রকাশ করেছে পুলিশ। এরই মধ্যে টেক্সাসে খ্রিষ্টান জঙ্গি ক্রুসিয়াসের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করে তার মৃত্যুদণ্ড দাবি করেছে সরকারি আইনজীবী। এদিকে, যুক্তরাষ্ট্রে ঘৃণা ও বিদ্বেষের কোনো স্থান নেই বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওহইও অঙ্গরাজ্যের দায়তোন শহরে খ্রিষ্টান জঙ্গির হামলায় নিহতদের স্মরণে প্রার্থনায় জড়ো হন আত্মীয়স্বজন ও স্থানীয়রা। এসময় ধর্মীয় রীতি অনুযায়ী নিহতের আত্মার শান্তি কামনা করেন তারা।
এদিন ভোরে ২৪ বছর বয়সী হামলাকারী কন্নর বেটস, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে, মাত্র ৩০ সেকেন্ডে তার ছোড়া এলোপাথাড়ি গুলিতে অন্তত ৫০ জন হতাহত হয়। ওই সময়ের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিলেন এক প্রত্যক্ষদর্শী।
চারিদিকে শুধু গুলির শব্দ। আমরা বেরুতে চাইলাম। পুলিশ আমাদের আটকে দিলো। কারণ পুলিশও তখন জানতো না কে, কোথায় হামলা চালাচ্ছে। এ ধরনের নৃশংসতা আগে কখনো দেখিনি।
ওহইও'র মেয়র জানান, কন্নরের শরীরে বর্ম পরা ছিলো। তার কাছে উচ্চক্ষমতা সম্পন্ন অনেক বিস্ফোরক ছিলো বলেও জানান তিনি। এ হামলায় খ্রিষ্টান জঙ্গির ২২ বছর বয়সী বোনও নিহত হয় বলে জানায় স্থানীয় পুলিশ।
ওহইওর দায়তোন পুলিশের লে. কর্নেল ম্যাট কারপার বলেন, নিহত সবার পরিচয় জানা গেছে। তাদের মধ্যে খ্রিষ্টান জঙ্গির বোনও রয়েছে। এতো অল্প সময়ে এতোগুলো প্রাণ ঝরে গেলো, এটা ভাবতেও কষ্ট হচ্ছে।
টেক্সাসের এলপাসোর শপিংমলে হামলাকারী শ্বেতাঙ্গ প্যাট্রিট ক্রুসিয়াসেরও ছবি প্রকাশ করেছে পুলিশ। হামলার কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমের অভিবাসনবিরোধী একটি পোস্ট ঘিরে তদন্ত করছে নিরাপত্তা বাহিনী। একে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে সংশ্লিষ্টরা। একইসঙ্গে, প্যাট্রিটের মৃত্যুদণ্ড দাবি করেছেন এলপাসোর সরকারি আইনজীবী।
টেক্সাসের এলপাসোর প্রধান সরকারি কৌশলী জাইমি এরপারজা বলেন, এ ধরনের বর্বর ঘটনা এলপাসোতে আগে কখনো ঘটেনি। নৃশংস এ ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা তার মৃত্যুদণ্ড চাইবো। যাতে দৃষ্টান্তমূলক শাস্তি থেকে অন্যরা শিক্ষা নিতে পারে।
টেক্সাসের শপিংমলের বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসের অষ্টম বর্বর হামলার তালিকায় উঠে এসেছে। অব্যাহত বন্দুক হামলার জন্য পূর্বসূরিদেরই দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টেক্সাস ও ওহাইও-এর ঘটনায় সমবেদনা জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের ঘৃণার কোনো স্থান নেই। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। হামলাকারীরা মানসিকভাবে ভয়ংকর রকম অসুস্থ। এখনই এসবের অবসান করতে হবে
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয় হোয়াইট হাউজ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
আমেরিকা
0 facebook: