আন্তর্জাতিক ডেস্ক।। ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ায় রাজ্যে ফিরে আসতে পারে হিন্দু পণ্ডিতরা। হিন্দুদের পুনর্বাসনের ব্যবস্থা করতেই হিন্দুত্ববাদী বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আগামী সোমবার আত্মত্যাগের ঈদ। কোরবানি ঈদের এক সপ্তাহ আগেই কাশ্মীরের বিশেষ সুবিধার ‘কোরবানি’ দিল নরেন্দ্র মোদির সরকার। ঈদ সামনে রেখে যেখানে উৎসবের প্রস্তুতি নেয়ার কথা ছিল, সেখানে উপত্যকাবাসীর একাংশ সরকারের এমন একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিতে শুরু করেছে।
এনডিটিভি জানায়, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার ফলে ভারতের অন্য রাজ্যের যে কেউ কাশ্মীরের জমি ক্রয় করতে পারবে। কাশ্মীরে জমি কেনার ঘটনা খুব প্রাসঙ্গিক কাশ্মীরী পণ্ডিতদের কাছে। পূর্বে যাদের রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছিল। সরকারের এ সিদ্ধান্তে আবার তারাই ফিরতে পারবে উপত্যকায়। বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরও সরকারের সিদ্ধান্তে খুশি হয়েছেন।
রঙিন স্ক্রিনে তিনি দাপুটে। একইভাবে ধীরে ধীরে তার জোরালো রাজনৈতিক মতামতেও ধরা পড়েছে হিন্দুত্ববাদী মনোভাবাপন্ন তিনি। অনুপম খের কেন্দ্রের শাসক দল বিজেপি ঘেঁষা, এমনই চর্চা চলেছে বহুদিন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
কাশ্মীর
ভারত
0 facebook: