জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ফটো |
স্টাফ রিপোর্ট।। জামালপুরের পর চুয়াডাঙ্গা ও খাগড়াছড়িতে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মুহম্মদ নজরুল ইসলাম সরকার এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাস।
অন্যদিকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহম্মদ শহীদুল ইসলামকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে ওএসডি করা হয়। তার বদলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পান পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হক।
তবে ডিসি রদবদলে কোন সমস্যা না হলেও ভাবনার বিষয় হচ্ছে, খাগড়াছড়ির পুরাতন ডিসি শহীদুল ইসলামকে পরিবর্তন করে প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নতুন ডিসি করা নিয়ে। সকলেই অবগত আছেন যে মাত্র কিছুদিন আগে খাগড়াছড়ি সীমান্তের ওপর পাশে ত্রিপুরার সন্ত্রাসী চাকমা গোষ্ঠী পার্বত্য জেলাগুলোকে ভারতের অংশ করতে আন্দোলন শুরু করলো, আর সেই দাবীর সপ্তাহ খানেকের মধ্যে মুসলিম ডিসিকে পরিবর্তন করে হিন্দু ডিসি করা হলো। এই ঘটনাগুলির মধ্যে কোন সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখা উচিত।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
দেশ বিরোধী চক্রান্ত
পার্বত্য নিউজ
প্রশাসন
0 facebook: