মুহম্মদ আতিক (মালয়েশিয়া)।। মালয়েশিয়ায় সঙ্ঘবদ্ধ হিন্দুদের টানা ১১৫ অভিযোগ দায়েরের পর মালয়েশিয়ার পুলিশ বিভাগ যখন জাকির নায়েককে হয়রানি মূলক জিগ্যাসাবাদ করছে তখন মালয় মুসলিমদেরও সহমর্মিতা অর্জনে ব্যর্থ হচ্ছেন জাকির নায়েক।
বেশ কয়েক বছর যাবত জাকির নায়েকের আকিদা বিষয়ক মন্তব্য গুলো মালয়েশিয়ায় আলোচিত সমালোচিত। তাবলিগ জামাতের মত জাকির নায়েকের ইসলাম বিষয়ে নিত্য নতুন মতামত পেষ এখানকার মূলধারার মুসলিমদের একেবারেই আকৃষ্ট করতে পারেনি।
শুধু একজন মুসলিম এই পরিচয়ের কারনে তার পাশে দাড়ানো উচিত কিনা এই প্রশ্নে এখানকার মুসলমানরা দ্বিধাবিভক্ত। আজকের মালয়েশিয়ার অধিকাংশ অনলাইন নিউজ পোর্টালের কমেন্ট সেকশনে হিন্দু বৌদ্ধদের পাশাপাশি মুসলিমরাও একি সুরে জাকির নায়েকের বিরোধিতা করেছেন। তাকে ফেরত পাঠানো বা চুপ থাকার পরামর্শ দিয়েছেন।
উল্যেখ্য, “ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে মালয়েশিয়ায় থাকা সংখ্যালঘু হিন্দুরা শতগুণ বেশি অধিকার ভোগ করছে”- জাকির নায়েক নাকি সম্প্রতি এমন মন্তব্য করেছেন বলে খবর বেরিয়েছে। তবে জাকির নায়েক দাবি করেছেন, তার বক্তব্যকে সংবাদমাধ্যমে ভুলভাবে তুলে ধরা হয়েছে। হিন্দুদের নিয়ে জাকির নায়েকের এই মন্তব্যের জেরে তাকে মালয়েশিয়া থেকে বের করে দেয়ার প্রসঙ্গটি আলোচনায় আসে।
জাকির নায়েকের ওই বক্তব্যের জেরে ১৬-১৮ আগস্ট তাকে মালয়েশিয়ায় একটি ইসলামি অনুষ্ঠানে বক্তব্য দিতে বাধা দিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ভারতে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
মালয়েশিয়া
0 facebook: