12 March 2018

নদীতে ডুবে গেলো হেলিকপ্টার, নিহত ২ (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইস্ট নদীতে একটি হেলিকপ্টার পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেনকর্তৃপক্ষ জানাচ্ছে, রোববারের ওই ঘটনায় আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনকখবর সিএনএনের

নিউ ইয়র্ক দমকল বাহিনীর ফায়ার কমিশনার ড্যানিয়েলে নাইগ্রো বলেছেন, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার পর পাইলট সেটি থেকে বের হয়ে যেতে সক্ষম হনতবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে

তিনি বলেন, আমাদের উদ্ধার অভিযানে খুব কষ্টকর ছিলকারণ ওই পাঁচজন আরোহী বেল্ট দ্বারা শক্ত করে বাধা ছিলতাই তাদের বেল্ট কেটে বের করতে হয়েছে ওই ঘটনার পর নাইগ্রো ও দমকল বাহিনীর কমিশনার জেমস ওনিল রোববার সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান

এদিকে কর্তৃপক্ষ  বলছে, একটি ব্যক্তিগত ফটোশুটের জন্য লির্বাটি হেলিকপ্টারস নামের ওই কোম্পানির যান ভাড়া করা হয়েছিল তারা বলছেন, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার আগে সেটি উল্টে যায়

অন্যদিকে টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ইউরোকপ্টার এএস৩৫০ পানির ওপর অবতরণ করছে ফেডারেল বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড


পুলিশ জানিয়েছে, তারা ওই হেলিকপ্টারটি টেনে তোলার জন্য একটি উদ্ধার জাহাজ ও ক্রেন চেয়ে আবেদন করেছে


শেয়ার করুন

0 facebook: