23 March 2018

সুপ্রিম কোর্ট বারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি সমর্থিতরা


স্বদেশবার্তা ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯  মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে জয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরাআওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল একটি সহ-সম্পাদকসহ চারটি পদে জয়ী হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান এ ফলাফল ঘোষণা করেন

সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে আবারো বিজয়ী হয়েছেনতার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মত বিজয়ী হয়েছেনতার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৩৬৯ টিনিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অ্যাডভোকেট এস কে মো. মোরসেদ পেয়েছেন ২৩১৫ ভোট


এর আগে গত ২১ ও ২২ মার্চ দুই দিন ভোট নেওয়া হয়এবারের নির্বাচনে ১৪টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননির্বাচনে ৪ হাজার ৮৬৫ জন ভোট দিয়েছেন।  গতকাল বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়এরপর রাত ১০টা থেকে ভোট গণনা শুরু হয় আমাদের সময়


শেয়ার করুন

0 facebook: