রিফাত
আহমেদ (বুয়েট): হিজরী
রজব মাসে জন্মগ্রহন করেছিলেন বলে নাম রাখা হয়েছিল রেজেপ (তুর্কি ভাষায় রজব কে রেজেপ
উচ্চারণ করা হয়)। দাদার নাম থেকে নেয়া হয় তৈয়ব(তুর্কি ভাষায় তায়্যিপ কে তৈয়ব উচ্চারণ
করা হয়) অার বংশীয় উপাধী এরদোয়ান (এরদোগান ভুল উচ্চারণ) যোগ করে নাম রাখা হয়েছিল "রেজেপ
তায়্যিপ এরদোয়ান"।
১৯৫৪
সালের ফেব্রুয়ারি মাসে তুরস্কের রিযে প্রদেশে জন্মগ্রহন করেন বর্তমান বিশ্বের অন্যতম
সবচেয়ে ক্ষমতাধর, জনপ্রিয়
রাজনৈতিক এবং মুসলিম উম্মাহর একমাত্র নেতা এরদোয়ান। তিনি গত রবিবার সরাসরি জনগনের দেয়া
বিপুল ভোটে পূনরায় অারো শক্তিশালী প্রেসিডেন্টে পরিনত হন।
উনি বেশ
কিছুদিন অাগে সুন্দর একটা দাবী উপস্থাপন করেন, যা মুসলিম উম্মাহর জন্য অত্বন্য খুশীর এবং
ইহুদিবাদি সৌদী রাজ পরিবারের গালে থাপ্পড় সদৃশ। দাবীটা ছিল "পবিত্র
দুই শহর মক্কা শরীফ ও মদীনা শরীফ পরিচালনার সারা বিশ্বের মুসলমানদের অধিকার রয়েছে, তবে কেন
এই দুই শহরের রক্ষনাবেক্ষণ,
নিরাপত্তার দায়িত্ব গুটি কয়েক সৌদীয়ানদের হাতে থাকবে?
সমস্ত
মুসলিম দেশ থেকে সৈন্য নিয়ে একটা একক বাহিনী তৈরি করা হোক যারা এই দুই পবিত্র শহরের
রক্ষনাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে থাকবে। আমি মনে করি একদিন উনার এই আশা বাস্তবে
পরিনত হবে ইনশাআল্লাহ্।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরস্ক
0 facebook: