23 March 2018

এবার সাপ উদ্ধারে ফায়ার সার্ভিস


স্বদেশবার্তা ডেস্কঃ রাজশাহীতে চড়ুই পাখি উদ্ধারের পর এবার গোখরো সাপ উদ্ধারে তলব করা হলো ফায়ার সার্ভিসকেতবে তাঁরা সাপটি উদ্ধার করতে না পেরে সাপের খামারির শরণাপন্ন হনখামারি এসে সাপটি উদ্ধার করেনআজ শুক্রবার সকালে রাজশাহী নগরের কুমারপাড়া এলাকার সরজিত বাগচির বাড়িতে এ ঘটনা ঘটেছে

সরজিত বাগচি বলেন, ‘সকাল ছয়টার দিকে আমার মেয়ে অতসী (১২) তার শোয়ার ঘরের ছাদের নিচে থাকা কাঠের তীরের ওপর বড়সড় একটা সাপ দেখতে পায়আতঙ্কে সাপ সাপবলে চিৎকার শুরু করেঘুমঘুম চোখে পরিবারের সবাই ছুটে যাই তার ঘরেঘরের তীরে সাপ দেখে আমরা আতঙ্কিত হয়ে যাইবিপদ থেকে বাঁচতে ফোন করি ফায়ার সার্ভিসে

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, ‘ভোর ছয়টার কিছু পরেই আমরা সরজিতের ফোন পাইএরপর একটি ইউনিট নিয়ে তাঁর বাড়িতে যাইকিন্তু সাপটি যেখানে বসে ছিল সেখান থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল নাতাই কিছুটা বিলম্ব হচ্ছিলকিন্তু লোকজন সাপটিকে মেরে ফেলার পরিকল্পনা শুরু করেনতখন আমরা পবা উপজেলার সাপের খামারি বোরহান বিশ্বাসকে ডাকিতিনি এসে সাড়ে সাতটার দিকে সাপটিকে ধরেনবোরহান না আসা পর্যন্ত আমরা বাড়ির লোকজনকে শান্ত রাখি

বোরহান বিশ্বাস বলেন, গোখরো সাপটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরঅত্যন্ত বিষধরসাপটি পুরোপুরি সুস্থ আছেসাপটিকে তাঁর বাড়িতে সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রেরাখা হয়েছে তিনি বলেন, ‘সাপ প্রকৃতি ও পরিবেশের একটা অংশকিন্তু অবলা এই প্রাণীটিকে নির্বিচারে হত্যা করা হয়এমনটি চলতে থাকলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়বেতাই বাড়িতে সাপ গেলে সেটিকে না মেরে আমরা যারা ধরতে পারি, তাদের খবর দেওয়ার জন্য অনুরোধ করছি


গত বছরের জুলাইয়ে রাজশাহী নগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বসতবাড়িতে একের পর এক গোখরো সাপের আস্তানা বেরিয়ে আসতে থাকে১৮ দিনে নির্বিচারে মেরে ফেলা হয় প্রায় ৪০০ গোখরো সাপ ও তার বাচ্চাধ্বংস করা হয় অনেক ডিমওএসব ঘটনা সারা দেশে আলোচিত হয়বিশেষজ্ঞরা বলছেন, আবাসস্থল হারিয়ে ডিম ফোটাতে মানুষের ঘরমুখী হচ্ছে সাপ


শেয়ার করুন

0 facebook: