05 May 2018

জিন্নার ছবি পোড়ালে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা!‌


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবিকে ঘিরে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি

ভারতের আজকালের খবরের এক প্রতিবেদনে বলা হয়েছে- আগেই ক্লাস বয়কটের ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাএবার অল ইন্ডিয়া মুসলিম মহাসংঘ ঘোষণা দিয়েছে-  বিশ্ববিদ্যালয়ে মোহম্মদ আলী জিন্নার যে ছবি ঘিরে এতো বিতর্ক, সেটা পুড়িয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে

এই সংগঠনের প্রধান ফারহাদ আলি খান বলেন, ‘‌ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর কোনো ছবি পাকিস্তানের কোনো সরকারি প্রতিষ্ঠান বা স্কুলে কলেজে থাকে নাতাই ভারতের কোনো সংস্থা বা সংগঠনের উচিৎ নয়, কোনো পাকিস্তানের নেতার ছবি রাখা’‌

ফারহাদ আরো বলেন, ‘‌আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, জিন্নার ছবি পুড়িয়ে দিনযে এই কাজ করবে, তাকে আমি এক লাখ টাকা পুরস্কার দেবো’‌ ফারহাদের দাবি, ভারতে বসবাসকারী মুসলিমরা জিন্নাহ ও পাকিস্তানকে ঘৃণা করে


শেয়ার করুন

0 facebook: