স্বদেশবার্তা ডেস্কঃ বরিশাল বিভাগের ৬ জেলায় ৬ দিনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১৩ জনকে গ্রেফতার করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ মে) বরিশাল রেঞ্জের অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বরিশাল রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ৬ দিনে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলায় অভিযান চালিয়ে মোট ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় অভিযানে ৩ হাজার ১০ পিস ইয়াবা, ১৪ কেজি ২৪৯ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও নগদ ৮২ হাজার টাকা, বিদেশি বিয়ার ২৩ ক্যান, ৩শ’ মিলিলিটার চোলাইমদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মোট ১৭১ মামলা রুজু করা হয়েছে।
গত ১৮ মে থেকে শুরু হওয়া বরিশালের ৬ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
খবর বিভাগঃ
অপরাধ
বরিশাল বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: